লেন্স কি? লেন্স কাকে বলে? ও লেন্সের ক্ষমতা কি?
বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো লেন্স কি? লেন্স কাকে বলে? ও লেন্সের ক্ষমতা কি? এছাড়াও উওল লেন্স কি, লেন্স কত প্রকার ও কি কি, উত্তল লেন্স এর ব্যবহার, উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার, লেন্সের ক্ষমতা কি অবতল লেন্সের চিত্র ইত্যাদি ও জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই লেন্স কাকে বলে?
লেন্স কি?লেন্স কাকে বলে?
দুটি গােলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনাে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়। তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে।
লেন্স কত প্রকার?
আপনারা উপরে জেনেছেন লেন্স কি।লেন্স কাকে বলে। এখন বলবো লেন্স কত প্রকার ও কি কি। লেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে
- উত্তল বা অভিসারী লেন্স (Convex lens)
- অবতল বা অপসারী লেন্স (Concave lens)
নাম দেখেই বােঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলাে রশ্মি হচ্ছে অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়। অন্যদিকে অবতল বা অপসারী লেন্সে আলোকরশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায়।
আরো পড়ুন : EEE Subject Review | ইইই সাবজেক্ট রিভিও.
উত্তল লেন্স কি? উত্তল লেন্স কাকে বলে?
উপরের ছবিতে দেখানো হয়েছে উত্তল লেন্স। এই লেন্সের মাঝখানে মােটা ও প্রান্ত সরু, তাই এটিকে কখনাে কখনাে স্থূলমধ্য লেন্সও বলা হয়। আলােকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলােকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনাে একটি বিন্দুতে মিলিত করে নিচের চিত্রে দেখানো হয়েছে। এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সে আলাে এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে। উত্তল লেন্স বলে?
অবতল লেন্স কি?
উপরের ছবিতে দেখানো হয়েছে অবতল লেন্স। লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মােটা (চিত্রে দেখুন) । এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তরাল আলােক রশ্মি আপতিত হলে আলােকরশ্মি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। যদি অপসারিত রশ্মিগুচ্ছ সােজা পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলাে একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। সাধারণত লেন্সের পৃষ্ঠগুলাে যে গােলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি। বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাই হলাে লেন্সের প্রধান অক্ষ। আমরা আগেই বলেছি যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্স বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্স, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। চিত্রে F বিন্দু হলাে প্রধান ফোকাস। লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হলাে লেন্সের ফোকাস দূরত্ব।
লেন্সের ক্ষমতা
আরো পড়ুন : What is Chemistry.The Scope of Chemistry..
আমরা ইতিমধ্যেই জেনেছি যে লেন্স কি? লেন্স কাকে বলে। এখন জানবো লেন্সের ক্ষমতা কি। আমরা জানি, প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ আলােকরশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। অপরদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে। ফলে ঐ রশ্মিগুচ্ছ কোনাে একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। আলােকরশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের “ক্ষমতা” সংজ্ঞায়িত করা হয়েছে। ১-কে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রকাশ করে দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা বের হয়। অর্থাৎ একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ২ মিটার হলে তার ক্ষমতা ১/২ = ০.৫। লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলাে ডায়প্টার (diopter)। এর এসআই একক হলাে রেডিয়ান/মিটার। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুই-ই হতে পারে। কোনাে লেন্সের ক্ষমতা +1D বলতে বােঝায়, লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের ১ মিটার দূরে আলােকরশ্মিগুচ্ছকে মিলিত করবে। একইভাবে লেন্সের ক্ষমতা -2D হলে বুঝতে হবে লেন্সটি অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলােকরশ্মিকে এমনভাবে অপসারিত করে যে, এগুলাে কোনাে লেন্স থেকে ৫০ সেমি দূরের কোনাে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়।
আজ আর নয়। আপনারা এতোক্ষণে হয়তো জেনেছেন লেন্স কি? লেন্স কাকে বলে? ও লেন্সের ক্ষমতা কি? উওল লেন্স কি, লেন্স কত প্রকার ও কি কি, উত্তল লেন্স এর ব্যবহার, উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার, লেন্সের ক্ষমতা কি। ভালো লাগলে অবশ্যই পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।